করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল

Post Image

করোনাভাইরাসে সারাবিশ্বেই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিশ্বের প্রায় ২১০টি দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬৫ জন মানুষ। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জনের এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৫৯৭ জন। 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৬ লাখ ১৪ হাজার ২৪৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৬ হাজার ৬৪ জন। 
 
এরপর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন স্পেনের মানুষ। সেখানে মোট ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ২৫৫ জন। 

এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে ইতালির নাম। সেখানে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২১ হাজার ৬৭ জন।