সামনে মারা যাবে বহু মানুষ, কিছুই করার নেই মেনে নিতেই হবে: ট্রাম্প

Post Image

সারা বিশ্বে করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। ক্রমেই পরিস্থিতি ভয়াবহ হচ্ছে যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আশঙ্কা করছেন আগামী কয়েক দিনে তার দেশে বহু মানুষ মারা যাবে।

শুক্রবার (৩রা এপ্রিল) দেশটিতে মৃত্যু হয় ১৩২১ জনের। গতকাল শনিবার (৪ঠা এপ্রিল) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩১ জন। যা একদিনে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে রেকর্ড।

শনিবার (৪ঠা এপ্রিল), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী দুই সপ্তাহে তার দেশে করোনায় বহু মানুষের মৃত্যু হবে। তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত সামনের কয়েক দিনে মৃতের সংখ্যা বাড়তে থাকবে। কিছুই করার নেই, মেনে নিতেই হবে। আমাদের সব মনোযোগ এখন বেশি আক্রান্ত অঞ্চলগুলোর দিকেই। মৃতের সংখ্যা কতটা কমিয়ে আনা যায়, সেটাই ভাবছি আমরা। আর যে কোন খানেই চিকিৎসা সরঞ্জামের চাহিদা পেলেই সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে কোন সন্দেহ নেই।'

এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৮,৪৫২ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার ৩৫৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮২৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১৯৬ জন।  একদিনেই ৩৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হওয়ায় হিমশিম খাচ্ছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।

সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৪ হাজার ৭২৭ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর সংক্রমণে মারা গেছেন ৫,৮০১ জন। সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ১ হাজার ৯৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৪৬ হাজার ৪৯৬ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮ লক্ষ ৯০ হাজার ৪৯৭ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৪২ হাজার ৩২৪ জন।