টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১নং মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তাওহিদুজ্জামান রানা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি রয়েছে। দীর্ঘ ৫ মাস অসুস্থ্য থাকার পর বাংলাদেশে সঠিক রোগ নির্ণয় না হওয়ায় রানাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয় । সে বর্তমানে ভারতের হায়দ্রাবাদ “যশোদা হাসপাতালে” চিকিৎস্বাধীন রয়েছে।
তিনি ভিন্নবার্তার সাংবাদিক হিসাবে দীর্ঘদিন কাজ করছেন ।
পরিবার সুত্রে জানা যায়, তার গলায় ও ঘাঁড়ে নন হসকিন লিস্ফোমা ক্যান্সার ধরা পরেছে। তার সু-চিকিৎসার জন্য ৬ থেকে ৮ টি কেমু থেরাপি লাগবে। যার জন্য প্রয়োজন ১৮-২০ লক্ষ টাকার। কিন্তু এই টাকা তার পরিবারের পক্ষে সংরহ করা সম্ভব না। তাই তার চিকিৎসার জন্য দেশের সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন এবং দেশবাসীর কাছে সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
যদি কেউ তাওহিদুজ্জামান রানাকে আর্থিক সহযোগিতা করতে চান তাহলে তার বাড়ির নাম্বারে যোগাযোগ করুন:-০১৭২৮-৬৬৯৬২৫.
বিকাশ এজেন্ট: ০১৭৭৯-৬২১৫৫৭.
অগ্রণী ব্যাংক, মহেড়া শাখা, একাউন্ট নাম্বার: ০২০০০০৭৮২০৯৩৯.
রেখা বেগম, রানার মায়ের একাউন্ট।