‘গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড’ পেলেন শারমিন লিনা

Post Image

ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন উদ্যোক্তা শারমিন নাহার লিনা।

‘আন্তর্জাতিক নারী দিবস -২০২৫’ উপলক্ষ্যে গত ৮ মার্চরাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ও প্রথমা বাংলাদেশ নিবেদিত, গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।

বিশিষ্ট নারী উদ্যোক্তা ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা আনোয়ারা বেগম নীপার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হামিদা খানম, অধ্যাপক ড.রেবেকা সুলতানা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ইশা প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের পরিচালক, টিভি উপস্থাপিকা তানিয়া আফরিন। 

অনুষ্ঠানে শিক্ষকতা, চিকিৎসা, সাংবাদিকতা, আইন, টিভি নাটক, ব্যবসা, শিল্প উদ্যোক্তা, আইটি খাত, চলচ্চিত্র, নৃত্য, সাহিত্যসহ বিভিন্ন বিভাগে সমাজে অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়।
‘গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ব্রডকাস্ট জার্নালিস্ট শারমিন লিনা
অনলাইন ডেস্ক: ব্রডকাস্ট জার্নালিস্ট ও উদ্যোক্তা শারমিন নাহার লিনা পেয়েছেন ‘গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ও প্রথমা বাংলাদেশ নিবেদিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা আনোয়ারা বেগম নীপা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ইশা। গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন স্বাগত বক্তব্য দেন, আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিভি উপস্থাপিকা ও সংগঠনের পরিচালক তানিয়া আফরিন।

নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি
অনুষ্ঠানে শিক্ষকতা, চিকিৎসা, সাংবাদিকতা, আইন, ব্যবসা, শিল্প উদ্যোক্তা, তথ্যপ্রযুক্তি, চলচ্চিত্র, নৃত্য, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের সম্মানিত করা হয়।

এ বছর ‘রত্নগর্ভা মা’ হিসেবে সম্মাননা পেয়েছেন মাহমুদা বেগম, চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা মুক্তি ও হুমায়েরা সুবাহ, মডেল ও অভিনেত্রী হিসেবে সম্মানিত হয়েছেন তানজিকা আমিন, নৃত্যে নিক্কি আহমেদ, টিভি প্রোগ্রামিংয়ে কুইন রহমান, সাহিত্যে উম্মে কুলসুম এবং ক্ষুদে লেখক হিসেবে ফাতিহা আয়াত পুরস্কার পেয়েছেন।

অ্যাওয়ার্ড নিয়ে শারমিন লিনার প্রতিক্রিয়া
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে শারমিন নাহার লিনা বলেন, "আমাদের সমাজের নারীরা এখনও অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নারীর অর্থনৈতিক মুক্তিই তাদের প্রকৃত স্বাধীনতা দিতে পারে। এ ধরনের স্বীকৃতি নারীদের এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।"

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সবার দোয়া কামনা করেন।

শারমিন লিনার কর্মজীবন
শারমিন নাহার লিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি এনটিভি, বাংলাভিশন, আরটিভি এবং চ্যানেল টুয়েন্টিফোরে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি টক শো উপস্থাপনাতেও রয়েছে তার অভিজ্ঞতা।

তিনি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সাত বছর শিক্ষকতা করেছেন। বর্তমানে উদ্যোক্তা হিসেবে অনলাইন ব্যবসা পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন।

এর আগে তিনি ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুরস্ক, দুবাই, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।

নারীদের অগ্রগতিতে অনুপ্রেরণার প্রতীক হিসেবে শারমিন নাহার লিনা তার কর্মের মাধ্যমে আরও বহুদূর এগিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের