‘ইআইডিডি-২৮০১’করোনা রোধে পরীক্ষিত ওষুধ, দাবি গবেষকদের।

Post Image

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সুখবর দিয়েছেন মার্কিন গবেষকেরা। প্রাণঘাতী এই ভাইরাস দমনে মুখে খাওয়ার বড়ি আবিষ্কার করেছেন তারা, পরীক্ষাগারে এর সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

বিজ্ঞানভিত্তিক মার্কিন সাময়িকী সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, গবেষকরা ওষুধটির নাম দিয়েছেন ‘ইআইডিডি-২৮০১’। পরীক্ষিত এই ওষুধ মুখে খাওয়া যাবে।

ইআইডিডি-২৮০১ সম্পর্কে মার্কিন গবেষকেরা বলছেন, সার্স-কোভি-২ ভাইরাসের উচ্চ সংখ্যায় পুনরুৎপাদন এবং সংক্রমণে বাধা সৃষ্টি করে এই বড়ি।

‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন’ সাময়িকীতে ইআইডিডি-২৮০১ গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে।

সায়েন্টিফিক আমেরিকানের প্রতিবেদন অনুযায়ী, ইআইডিডি-২৮০১ গবেষণাকারীদের দাবি- এটি টেস্টটিউবে মানুষের ফুসফুসের কোষের প্রতিলিপিতে করোনাভাইরাস বিস্তারে বাধা দিতে সক্ষম হয়েছে। ইঁদুরের ওপরও এটি প্রয়োগ করে সফলতা পেয়েছেন বিজ্ঞানীরা। এতে ইঁদুরের ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত করোনাভাইরাসকে পুনরুৎপাদনে বেশ কিছু দিন বাধা দেওয়ার এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত করার প্রমাণ পেয়েছেন তারা।


তবে ওষুধটি এখনও মানবদেহে পরীক্ষা করে দেখা হয়নি। এটি পরীক্ষা করা হবে। সফলতা এলে এটি হবে কোভিড-১৯ রোধে প্রথম বড়ি। বিশেষজ্ঞরা বলছেন, মুখে খাওয়ার ওষুধ বা বড়ি হিসেবে করোনার ওষুধ পেলে তা আশীর্বাদ হবে। কারণ, শিরায় ইনজেকশন দেওয়ার চেয়ে বেশি লোককে ওষুধ খাওয়ানো সহজ হবে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৪৬ হাজার ৯৮১ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ হাজার ৯ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ০৮ হাজার ৬৫৩ জন।