৩ লাখ সাড়ে ১০ হাজার সরকারি পদ শূন্য: সৈয়দ আশরাফ

Post Image

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্যপদের সংখ্যা তিন লাখ ১০ হাজার ৫১১টি।

সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শূন্য পদে নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘কোনও কোনও দফতর বা সংস্থার নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন। কিছু কিছু পদ, পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য এবং কিছু কিছু পদ কর্ম কমিশনের মাধ্যমে পূরণযোগ্য। তাই শূন্যপদ পূরণের তারিখ নির্দিষ্টভাবে উল্লেখ করা সম্ভব নয়।’

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের আবেদন, স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স প্রাপ্তি ও নবায়নসহ জেলা প্রশাসন থেকে ৩৭ ধরনের সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। এতে দ্রুত সময়ে জনসাধারণকে কাঙ্খিত সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।