সাত গোল খাওয়া সেই দুঃস্বপ্নের অতীত এখনো ভোলেনি ব্রাজিল। চলতি রাশিয়া বিশ্বকাপের শেষ ১৬-তে আবারো মুখোমুখি হবে জার্মানি-ব্রাজিল। যদিও খুব ‘নিশ্চিত’ করেই বলা যায় এটা অনিশ্চিত পরিসংখ্যান। অনেকগুলো মারপ্যাঁচ পার হলেই কেবল ঘটবে এই ঘটনা। তাই তো সত্যিই বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হলে ঘুরে দাঁড়ানোর পণই থাকবে সেলেসাওদের।
পরিসংখ্যান নিয়ম অনুযায়ী, ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল মুখোমুখি হবে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের। সে ক্ষেত্রে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে জার্মানি এই মুহূর্তে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল মেক্সিকো। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬। পাশাপাশি মেক্সিকো যদি সুইডেনকেও হারাতে পারে তাহলে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। রানার্সআপ জার্মানি।
অন্যদিকে ‘ই’ গ্রুপে এই মুহূর্তে ২ ম্যাচে একটিতে ড্র আরেকটিতে জয় নিয়ে ব্রাজিলের পয়েন্ট ৪। সমান পয়েন্ট সুইজারল্যান্ডেরও। গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল। নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল ও সুইজারল্যান্ড দুই দলই যদি জেতে, তাহলে সমান পয়েন্ট দাঁড়াবে। কিন্তু চ্যাম্পিয়ন হতে হলে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে ব্রাজিলকে।
জার্মানির বিপক্ষে ব্রাজিলের মনের ক্ষতটা এখনো ভুলেনি। ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ঘরের মাঠে ৭-১ গোলে হেরেছিল এই নেইমার-মার্সেলোরাই। মুখোমুখি হলে সেটা ফিরিয়ে দেওয়ার সুযোগ পাঁচবারের বিশ্বকাপজয়ীদের সামনে। নাকি আবারো সেই ব্যর্থ অতীতের কলঙ্কে নিজেদের লজ্জিত করবে তা সময়ই বলে দিবে।