শেষ চার মাসে আলোচিত ৭ ছবি

Post Image

সারাবছর কম বেশি সিনেমা মুক্তি পায়। সেসব সিনেমা থেকে সমলোচক ও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে কিছু সিনেমা। বছরের শেষ চার মাসে এসে জমেছে এমন কিছু ছবি।

যদিও নির্বাচনের মাঠও গরম হচ্ছে। অন্যসবের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতেও পড়বে এর প্রভাব। তবু যেসব সিনেমা এ বছরের শেষ কিংবা সামনের বছরের শুরুর দিকে মুক্তির অপেক্ষায় আছে, তা নিয়ে আলোচনা করা হলো:

নোলক

গেল ডিসেম্বর মাসে শুরু হয় শাকিব খান- ববি জুটির ‘নোলক’ ছবির শুটিং। ‘নোলক’-এর পুরো শুটিং হয়েছে হায়দ্রাবাদে। ছবিটি মুক্তির তারিখ পেছানো হয় বার কয়েক। এর মধ্যে ছবির পরিচালক নিয়েও জটিলতা দেখা যায়। পরিচালক রাশেদ রাহার কাছ থেকে ‘নোলক’সিনেমা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। পরিচালক রাশেদ রাহার হাত থেকে ছুটে যাচ্ছিল তাঁর পরিচালিত প্রথম ছবি ‘নোলক’। সিংহভাগ কাজ শেষ করার পর পরিচালক বদলে ফেলার পাঁয়তারা করছিলেন প্রযোজক সাকিব ইরতেজা। প্রযোজক সাকিব সনেট নিজেই পরিচালকের চেয়ারে বসে পড়েন। অভিযোগ পরিচালক সিনেমার টাকা দিয়ে নিজে আয়েশ করেন। শেষমেষ শুটিং শেষ করতে পারবে কিনা সন্দিহান। ভারতের হায়দরাবাদে কয়েক দিনের শুটিংও করেছেন। কিন্তু পরিচালক আর হতে পারছেন না তিনি। পরিচালক সমিতি এমনই আভাস দিয়েছে। এসব ঝামেলা কাটিয়ে এ বছর মুক্তি পেলে দেশীয় আমেজের ছবিটি আলোচনা তৈরী করবে বলে অনেকে ভাবছেন। 

দেবী

অনম বিশ্বাসের পরিচালনায় প্রথম চলচ্চিত্র। তবে আগ্রহের কেন্দ্রে আছে হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস। এই সেপ্টেম্বরেই মুক্তির তারিখ থাকলেও আরও কিছুটা সময় প্রচারণা করতে চায় কর্তৃপক্ষ। ছবির প্রযোজক জয়া আহসান। জয়া ও চঞ্চল চৌধুরী সময়ের দুই সেরা পারফর্মার। তাদের জন্যও রয়েছে দর্শকদের আগ্রহ। তাছাড়া অনিমেষ আইচ, শবনম ফারিয়া, ইরেশ জাকের রয়েছে ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির ফার্স্ট লুক এবং টিজার দেখে জয়া এবং চঞ্চল পেয়েছে প্রশংসা। অনেকেই বলছেন হুমায়ূন আহমেদের ‘দেবী’ নাকি অনম- জয়ার ‘দেবী’ দেখতে চাচ্ছেন? দুই ‘দেবী’র তুলনা নিয়ে যে ছবিটি শেষ সময়ে আলোচনায় থাকবে তা বলা যায়। আসছে অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

দহন

‘পোড়ামন ২’ এর সাফল্যের পর একই টিম `দহন’ নিয়ে আসছে। সিয়াম- পূজা জুটিকেও দর্শক গ্রহণ করেছে। পরিচালক রায়হান রাফি ও জাজ মাল্টিমিডিয়ার এই ছবি নাকি সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মম। ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। তবে আরও পেছাতে পারে। সব মিলিয়ে এ সময়ের অন্যতম আলোচিত সিনেমা ‘দহন’। জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, এ যাবৎকালের বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বেশি গ্রাফিক্সের কাজ হয়েছে ছবিটিতে। বিশাল আয়োজনের ছবিটি দর্শকের আগ্রহ তৈরী করতে পারে। 

শনিবার বিকেল

মোস্তফা সরওয়ার ফারুকীর ছবি বলে কথা। ‘শনিবার বিকেল’ ছবির ফার্স্ট লুকে বিমর্ষ মুখে দেখা গেছে নুসরাত ইমরোজ তিশা ও মামুনুর রশীদকে। তাঁরা ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন জাহিদ হাসান, ‘ওমর’ খ্যাত ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি ও কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন আজিজ জাম্বাকিয়েভ। আজিজ ২০১৩ সালে কাজাখস্তানের চলচ্চিত্র ‘হারমনি লেসন’- এর জন্য ‘বার্লিন সিলভার বিয়ার ফর আর্টিস্টিক অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেয়েছিলেন। অনেকেই বলছেন গুলশানের হলি আর্টিজন রেস্তোরার জঙ্গি হামলা নিয়ে ছবিটি। যদিও পরিচালকের ভাষ্য, কোন জঙ্গি হামলা নিয়ে ঘটনা। তবে গুলশানের নয়। পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিউটি সার্কাস

সার্কাস দলের একটি মেয়ের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। সেই মেয়েটি জয়া। এখানে দর্শক বিনোদনের মধ্যে দিয়ে আমাদের সার্কাস শিল্প ও সমাজের কিছু চিত্র দেখতে পাবেন। পরিচালনা করেছেন মাহমুদ দিদার। টিভি নাটকে তিনি নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। ফেব্রুয়ারীতে ছবিটির শেষ পর্বের কাজ শুরু হয়।

ফাগুন হাওয়া 

বাঙালি জাতিসত্তার মূল চেতনাই হচ্ছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এই মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তৌকির আহমেদ নির্মাণ করছেন তাঁর নতুন ছবি ফাগুন হাওয়ায়`। `ফাগুন হাওয়ায় ফুটে উঠবে ৫২`র ভাষা আন্দোলনের ইতিহাস। টিটো রহমানের বউ কথা কও গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে বলিউড অভিনেতা যশপাল শর্মা রয়েছেন পাকিস্তানি এক পুলিশ কর্মীর ভূমিকায়। সিয়াম ও তিশাসহ ছোটপর্দার একঝাক গুণী অভিনয়শিল্পীদের দেখা যাবে ছবিতে।

ঊনপঞ্চাশ বাতাস

ছোট পর্দার অন্যতম গুণী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। ছায়াফেরী, যে জীবন ফরিংয়ের, রোদ মাখা সূর্যমুখী, অর্থহীন মানিপ্ল্যান্ট, কাগজ কার্বনের সম্মোহন, কালো বরফ জমাট অন্ধকার, ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ এর মতো দারুণ সব কাজ আছে তার।

সেই মানুষটি এবার বড় পর্দায় আসছেন তার প্রথম সিনেমা নিয়ে। নাম ঊনপঞ্চাশ বাতাস। মোটা দাগে বললে, এর অর্থ পাগলামি। ঊনপঞ্চাশ বাতাসের প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করেছেন। অভিনয়ে শার্লিন ফারজানা ও বর্ষণ। খুব জলদিই আসছে এই সিনেমাটি।