শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের বুড়িয়ারপাড় গ্রামের হাতেম আলী (৫০) কে সহোদর ভাই ও আত্নীয়রা মিলে জোর পূর্বক জমি দখলের চেষ্টার সময় হাতেম আলী বাধা দিলে প্রতিপক্ষ শাবল দিয়ে মাথায় মারাত্মক ভাবে আঘাত করলে, অতিরিক্ত রক্তক্ষরন হয়, স্থানীয়া এবং আত্বীয়রা মিলে জরুরী ভিত্তিতে শেরপুর সদর হাসপাতালে নিলে রোগীর আবস্থা আসঙ্খা জনক হলে ডাক্তার জরুরী বিভাগে চিকিৎসা শেষে রোগীকে ভর্তি করেন, বর্তমানে রোগী অত্র হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় হাতেম আলীর ছেলে শাহাদাত হোসেন (২৬) অভিযোগ দায়ের করেন। সদর থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
মানবাধিকার সংস্থা "আমাদের আইন" শেরপুর জেলা শাখার পক্ষ থেকে হাসপাতালে আহতের চিকিৎসার খোজখবর নেন ও তাকে সকল ধরনের সহযোগীর আশ্বাস দেন এর সাথে ঘটনায় তীব্র নিন্দা জানান ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি করেন।
সংবাদ, জেলা প্রতিনিধি।