নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিলে বাসের আট যাত্রী নিহত হয়েছে। এতে বাসের ৩০ যাত্রী আহত হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সোয়া ১টার দিকে সোনারগাঁ উপজেলার ত্রিবর্দী এলাকায় চট্টগ্রামগামী সিডিএম পরিবহণের যাত্রীবাহী বাস বেপরোয়াভাবে সড়কের পাশে থামানো লরিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের দুইজন যাত্রী নিহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়।
এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহতদের দুইজন নারী, দুটি শিশু ও চারজন পুরুষ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিলে আটজন যাত্রী নিহত হয়েছে। ৩০ যাত্রী আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করেন।