শুরুতে যুদ্ধটা ছিলো হাতির সঙ্গে, এবার রোহিঙ্গা ক্যাম্পে পাওয়া গেলো অজগর। বারো ফুট (৩.৬ মিটার) লম্বা এই জাতের অজগর এখন বাংলাদেশে বিপন্ন। তারই একটি উদ্ধার করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্প থেকে।
অজগরটি উদ্ধারে সহায়তা করে এলিফ্যান্ট রেসপন্স টিম(ইআরটি) উদ্ধার করে। ইউএনএইচসিআর এর সহযোগী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দি কনজারভেশন অব ন্যাচার(আইইউসিএন) হাতি ও মানুষের সংঘর্ষ রোধ করতে এই স্বেচ্ছাসেবক দলটি গঠন করে।
১০ মিটার পর্যন্ত বড় হতে সক্ষম এসব অজগরই বিশ্বের সবচেয়ে বড় আকৃতির সাপ, যেটা পরিবেশগতভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রজাতি। বড় কুতুপালং-বালুখানি ক্যাম্পে এক রোহিঙ্গা অজগরটি আটক করে। এরপর ইআরটি আইইউসিএনকে খবর দিলে ইআরটির স্বেচ্ছাসেবকদের সহায়তায় অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটি বাংলাদেশ বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়।