রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বিজয় দিবসে রাশিয়া-ইউক্রেন বর্তমান দ্বন্দ্ব ও সামরিক জোট ন্যাটো নিয়ে কথা বলেছেন।
ন্যাটো নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়াকে ঘিরে ফেলছে ন্যাটো।
তিনি আরও দাবি করেছেন, পশ্চিমা ও ন্যাটো মিলে রাশিয়ায় হামলা চালানোর পরিকল্পনাও করছিল।
তবে পুতিনের এসব দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
লন্ডনে একটি অনুষ্ঠানে ওয়ালেস বলেছেন, প্রেসিডেন্ট পুতিন গত কয়েক মাস ও বছরে অনেকগুলো ‘আষাঢ়ে গল্প’ বলেছেন। যদি এগুলো দুঃখজনক না হতো তাহলে গল্পগুলো অনেক আনন্দদায়ক হত। কিন্তু এগুলো না।
তিনি আরও বলেন, পুতিন দাবি করেছেন ন্যাটোর পরিধি বাড়িয়ে তাকে (রাশিয়াকে) ঘিরে ফেলা হয়েছে। রাশিয়ার পুরো স্থল সীমানার মাত্র ৬ ভাগে ন্যাটোর সীমান্ত আছে। ন্যাটো দেশগুলোর সঙ্গে মাত্র ৬% সীমানা থাকা মানে আপনাকে অবরুদ্ধ করে ফেলা হয়নি।
তিনি আরও বলেন, পুতিন বলেছেন ইউক্রেনে ন্যাটোর ঘাঁটি ছিল। আমি নিশ্চিত ইউক্রেনের দূত বলবেন সেখানে কোনো ঘাঁটি ছিল না।
তাছাড়া পুতিন দাবি করেছেন রাশিয়া ও ক্রিমিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছিল ন্যাটো।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ ব্যাপারে বলেছেন, আমি মনে করি পুতিন যা বিশ্বাস করতে চায় তাই সে বিশ্বাস করছে। এটা তার হতাশারই বহিঃপ্রকাশ। আমি বিষয়টি পরিস্কার করে বলছি: ন্যাটো, যুক্তরাজ্য, পূর্ব ইউরোপ রাশিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছে না এবং কখনো করেওনি।
সূত্র: বিবিসি