এম নজরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ থেকেঃ মুক্তাগাছায় করোনার প্রভাবে কর্মহীনদের মাঝে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী উদ্যোগে গত বুধবার কুমারগাতা, মানকোন, দাওগাও ও কাশিমপুরসহ ৪টি ইউনিয়নে ২হাজার ৬শত অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া গরীব দুস্থদের খাদ্য সহায়তায় এগিয়ে এলেন স্থানীয় সাংসদ ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এম পি ।ইতিমধ্যে করোনার প্রভাবে কর্মহীন হয়েপড়াদের তালিকা প্রস্তুত করেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় চলমান লকডাউন পরিস্থিতিতে দরিদ্র, অসহায়, দুস্থ, দিনমজুর, অসচ্ছল মুক্তিযোদ্ধা, শ্রমিক শ্রেণির মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র ব্যক্তিগত উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকা ময়মনসিংহের মুক্তাগাছায় ১০হাজার পরিবারের মাঝে বিতরনের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে মুক্তাগাছা পৌরসভায় ৩হাজার ৫শত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ৬৫০টি পরিবার হিসেবে ১০টি ইউনিয়নে ৬৬৫০টি পরিবারের মধ্যে বিতরণ কাজ চলমান ছিল ।এরই অংশ হিসেবে গত বুধবার কুমারগাতা, মানকোন, দাওগাও ও কাশিমপুরসহ ৪টি ইউনিয়নে ২হাজার ৬শত অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রীর পক্ষে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন- মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার এর নেতৃত্বে সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রতি পরিবারকে ৭ কেজি চাল, ডাল, লবণ, সাবান ও আলু বিতরণ করা হয়।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ দেশবিডি.২৪কম কে জানান, গত বুধবার কুমারগাতা, মানকোন, দাওগাও ও কাশিমপুরসহ ৪টি ইউনিয়নে ২হাজার ৬শত অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।ইতিপূর্বে মুক্তাগাছা পৌরসভায় ৩হাজার ৫শত এবং ৬টি ইউনিয়নে ৩হাজার ৯শতসহ মোট ১০হাজার করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় হয়েপড়াদের তালিকা করে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, যতদিন করোনা ভাইরাসের প্রভাব থাকবে, ততদিন ত্রাণ বিতরন কার্যক্রম চলমান থাকবে-ইনশাআল্লাহ।