চলতি বছরের জুন পর্যন্ত সময়ে জনতা ব্যাংকের নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার সংখ্যা ২০ হাজার ৩৮৪টি। এসব মামলায় ব্যাংকটির ৪০ হাজার ৩১ কোটি টাকা আটকে রয়েছে।
সম্প্রতি জনতা ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের ওই তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকটির অর্থঋণ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার সংখ্যা ২০ হাজার ৩৮৪টি। এক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ১৩ হাজার ৪৩১ কোটি ৯০ লাখ টাকা। রিট মামলার সংখ্যা হচ্ছে ২০৬টি। এক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ১০ হাজার ১৪৮ কোটি ৮৩ লাখ টাকা। সার্টিফিকেট মামলার সংখ্যা ১৬ হাজার ২৭টি। এক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ৩৭ কোটি ২৯ লাখ টাকা। দেউলিয়া মামলার সংখ্যা ৮টি। এক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ১০৯ কোটি ৩৮ লাখ টাকা। এ ছাড়া অন্যান্য মামলার সংখ্যা ৮৫৫টি। এক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ১৭ হাজার ৬৭ কোটি ৯১ লাখ টাকা।