ভাসানচর দ্বীপ পরিদর্শনে আজ বাংলাদেশে আসছেন মিয়ানমারে মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।
বাংলাদেশ সরকার বেশ কিছু সময় ধরেই ভাসানচর এলাকায় উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে, সরকার মিয়ানমার থেকে সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সেখানেই সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে।
রোহিঙ্গা ইস্যুতে লি বর্তমানে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোতে আনুষ্ঠানিক সফরে রয়েছেন। এরই অংশ হিসেবে তিনি থাইল্যান্ড সফর শেষে আজ বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে ভাসানচরে যাবেন।
ভাসানচর পরিদর্শন শেষে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে শুক্রবার বিকেল পাঁচটায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে শুধু সাংবাদিকদের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের এই বিশেষজ্ঞ।