বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখার ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা।
বুধবার, ১৪ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি ত্যাগী ছাত্র নেতা এড. মোঃ শহীদুল ইসলাম টিটু ১৬ সদস্যের নতুন কমিটির ঘোষণার কথা জানান। এ সময় কমিটি অনুমোদনের প্রস্তাবকারী হিসেবে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সুযোগ্য যুগ্ম সাধারন সম্পাদক এড, মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু ও সুপারিশকারী হিসেবে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম জুয়েল উপস্থিত থেকে কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ,জেড,এম, আব্দুস সবুর এর কাছে নবগঠিত কমিটির অনুমোদনপত্র হস্থান্ত করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখার নতুন এই কমিটিতে তুষার আল নূর সভাপতি এবং মোঃ রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসাবে রয়েছেন মোঃ ওয়াজিদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক-১ হিসাবে রয়েছেন প্রসেঞ্জিত দাস।
১৬ সদস্যের এই কমিটিতে মোট তিন জন সহ-সভাপতি হলেন মোঃ সালাউদ্দীন, মোঃ শাফিউল্লাহ (লিখন) এবং মোঃ বজলুর রহমান।
কমিটিতে স্থান পাওয়া দুই যুগ্ম সম্পাদকেরা হলেন, মোঃ রকিবুল ইসলাম এবং শাকিল আহম্মেদ সুমন ।
তিন সাংগঠনিক সম্পাদকের বাকী সদস্যরা হচ্ছেন, মোঃ আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুম (মুন্না), দপ্তর সম্পাদক রায়হানুজ্জামান শৈশব, এবং আইন সম্পাদক ফাতেমা-তুজ-জান্নাত (চৈতি)।
এ ছাড়াও কমিটির দিক নির্দেশনার জন্য মোঃ তোজাম্মেল হোসেন সোহাগ, কাজী হাসিবুজ্জামান হাসিব এবং এ,জেড,এম, আব্দুস সবুর কমিটিতে সম্মানীত সদস্য নির্বাচিত হয়েছেন।
গত জানুয়ারিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয়। সেই সুত্রানুসারে কেন্দ্রীয় কমিটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখা নতুন কমিটি ঘোষাণা সহ পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির দিক নির্দেশনা প্রদান করা হয়।