অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৯ হাজারের বেশি। আহত হয়েছে অন্তত ২৪ হাজার।
শুরু থেকেই এই হামলায় ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছেন জো বাইডেন ও তার মিত্ররা। তবে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এই হত্যাযজ্ঞের সঙ্গে একমত নন। সংঘাত শুরুর পর থেকেই বিক্ষোভ করে আসছেন মার্কিনিরা।
ওয়াশিংটন ডিসিতে শনিবার বিক্ষোভে অংশ নেন লাখো মার্কিনি। তারা স্লোগান দেন, `বাইডেন, তুমি লুকাতে পারবে না, গণহত্যার জন্য আমরা তোমাকে দায়ী করি।‘
বাইডেন প্রশাসন ইসরায়েলকে বেসামরিক হত্যা সর্বনিম্ন পর্যায়ে রাখার অনুরোধ করেছে। কিন্তু কোনো চাপ প্রয়োগ করছে না। বরং ইসরায়েলকে ১৪ বিলিয়ন ডলারেরও বেশি যুদ্ধ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন বাইডেন।
শনিবারের আন্দোলনে অনেক বিক্ষোভকারী ইসরায়েল মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরেই ফ্রিডম প্লাজায় জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ডও বহন করেন। এসব প্ল্যাকার্ডে ‘প্যালেস্টানিয়ান লাইভস ম্যাটার’ এবং ‘এখনই গাজা অবরোধ অবসান ঘটান’-এর মতো স্লোগান লেখা ছিল।