নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পিঠা উৎসবে উদ্ভাসিত বাংলার ঐতিহ্য

Post Image

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে গত ১৮ ফেব্রুয়ারি 'পিঠা উৎসব ১৪৩১' শিরোনামে এক অনন্য উৎসব অনুষ্ঠিত হয়। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে ফ্যাকাল্টি, স্টাফ সদস্য এবং অন্যান্য অংশগ্রহণকারীরাও যুক্ত হন।

উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভিসি আব্দুল হান্নান চৌধুরী। তাঁর উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য উৎসবের মর্যাদা বৃদ্ধি করে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ, বৈচিত্র্যময় রেসিপি ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সংস্কৃতি সংরক্ষণে সহায়তা প্রদান।

পিঠা স্টলে বাংলার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার বিপুল সমাহার উপস্থাপন করা হয়, যা সকলেই আনন্দের সাথে উপভোগ করেন। ক্লাবের নির্বাহী বোর্ডের সদস্য ও হেড অফ মিডিয়া ও কমিউনিকেশন মোহাম্মদ সাফিন আল ওয়ালিদ বলেছিলেন, “আমাদের পিঠা উৎসব শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়; এটি আমাদের শিকড়ে ফিরে যাওয়ার এক মূল্যবান উপলক্ষ, যেখানে ঐতিহ্যবাহী পিঠার স্বাদ, প্রাণবন্ত আড্ডা এবং একতার আনন্দ আমাদের স্মৃতিতে অমর হয়ে রয়ে যায়। আমরা কেবল শিক্ষার্থী নই, বরং একটি সংস্কৃতির বাহক।”

এই ধরনের উদ্যোগের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, বরং সংস্কৃতির প্রসারেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে আয়োজিত এই উৎসব ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বাংলা ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।