নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে অভিযান চালিয়ে ৮১ ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে অভিযান চালিয়ে ৮১ ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১১ থানা পুলিশ গ্রেপ্তার করেছে ৭৩ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে আটজনকে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ও মাদকের মামলায় নওগাঁ সদর মডেল থানা ১৭ জন, আত্রাই থানা দুজন, রানীনগর থানা দুজন, বদলগাছী থানা ছয়জন, মহাদেবপুর থানা তিনজন, মান্দা থানা আটজন, পত্নীতলা থানা ১২ জন, পোরশা থানায় একজন, সাপাহার থানা ছয়জন এবং ধামইরহাট থানা ১১ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে, ডিবি পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, ডিবি টিম জেলার নওগাঁ সদর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে।
নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, আজ বুধবার সকাল থেকে জেলাজুড়ে ১১ থানা পুলিশ এবং ডিবি পুলিশ মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হোরোইন, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, চোলাই মদসহ মদ তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।