আশুলিয়ায় দেয়াল ধসে মা-ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। নিহত রা হলেন- সেলিনা বেগম ও সিয়াম।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, স্থানীয় নুরুল মোহাম্মদ পালোয়ানের বাড়ির সঙ্গে থাকা পানির ট্যাংকের এক পাশের দেয়াল হঠাৎ করে ধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে মারা যান মা সেলিনা বেগম ও ৭ বছরের ছেলে সিয়াম। এতে আহত হন টুটুল নামে নিহত ওই নারীর ভাই।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে।
নিহত সেলিনা বেগম শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের পোশাক কারখানায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা থানার কামালিয়াপাড়া এলাকায়।