আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার আগারাগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।
তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র আনিসুল হকের মৃত্যুতে ওই আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৫ সালের ৬ মে মেয়র হিসেবে শপথ নেওয়ার ৭৮০ দিনের মাথায় মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ এ আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান আনিসুল হক।
মেয়র আনিসুলের মৃত্যুর পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ ধরে ঘোষণা করা হয় তফসিল।
তবে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ভাটারা এবং বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যানের রিট আবেদনে ঝুলে যায় ভোট। সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন হাইকোর্ট।