ফেজবুকে ভাইরাল ভিডিও টাঙ্গাইল সদর পৌর কাউন্সিলর মোঃ আমিনুর রহমান এর বিষয়ে ‘আমাদের আইন’ এর কেন্দ্রীয় কো-অর্ডিনেটর ও স্কাইটাচ্ সোসাইটির প্রধান নির্বাহি পরিচালক অ্যাডভোকেট এ.জেড.এম. আব্দুস সবুর টাঙ্গাইল জেলা এসপি বরাবরে বিষয়টি ফোনে জানাইলে এসপি মহোদয় বলেন ‘আমি নিজে তার নামে একটি জিডি করেছি, ডিসি মহোদয়কে অবগত করেছি, তাকে খোঁজা হচ্ছে এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করিবো বলে জানান’
গতকাল ৭ এপ্রিল করোনা ভাইরাস এর বিষয়ে সাধারণ জনগণের উপর চড়াও হয়ে রাস্তায় পৌর কাউন্সিলর মোঃ আমিনুর রহমান যাকে সম্মুখে পেয়েছেন তাকেই ইচ্ছেমতো তার হাতে থাকা লাঠি দিয়ে বেদম পেটানোর যে ভিডিও ভাইরাল হয় তা পুরোপুরি অমানবিক ও মানবাধিকার লঙ্গন।
বিষয়টি মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’এর শেরপুর জেলা শাখার চেয়ারম্যান, ময়মনসিংহ বিভাগীয় কো- অর্ডিনেটর মোঃ নূর-ই আলম চঞ্চল ও জেলা শাখার জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নাজমুল আলম তাদের ফেজবুক পেইজ এ প্রতিবাদ জানাইলে, বিষয়টি সমাজের বিভিন্ন স্তরে মর্মান্তিক দুঃখজনক ও মানবাধিকার লঙ্গন হিসেবে আলোচনা ও সমালেচনা হওয়ায় ‘আমাদের আইনের’এর পক্ষ থেকে এই ব্যবস্থাগ্রহণ করা হয়।
ভিডিও লিংক: https://www.facebook.com/jahinur93/videos/1517168528444872/