জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভিজিএফের ২৬ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
উপজেলার সাতপোয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি মোড় থেকে শনিবার রাত ১২টার দিকে চালগুলো উদ্ধার করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
“এ সময় স্থানীয় চাল ব্যবসায়ী কাবিল উদ্দিনের বাড়ি সংলগ্ন একটি দোকানের পেছন থেকে ভিজিএফের ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতিটি ৫০ কেজি ওজনের ২৬ বস্তায় ১ হাজার ৩০০ কেজি চাল রয়েছে।”
জব্দকৃত চাল সরিষাবাড়ী থানায় রাখা হয়েছে বলে জানান সাইফুল।
তবে চালগুলো কে বা কারা বিক্রি করেছে তাৎক্ষণিকভাবে তা জানা জায়নি।