আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) আওতাধীন পণ্য ও সেবা প্রদানকারী ৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯২ হাজার টাকার ভ্যাট মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (২১ মার্চ) এনবিআরের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
গত ১৫ মার্চ এনবিআরের মূসক আন্তর্জাতিক ও কূটনৈতিক অব্যাহতি বিভাগের দ্বিতীয় সচিব মো. বদিরুজ্জামান মুন্সির সই করা পৃথক আদেশে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আদেশে ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রদত্ত সেবা ও পণ্যের ওপর ওই সুবিধা দেওয়া হয়।
একেডিএনের ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৩ টাকার পণ্য ও সেবার বিপরীতে ৩ লাখ ৯২ হাজার ৭১১ টাকার ভ্যাট মওকুফ করা হয়েছে। অফিস ভাড়া, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন সেবার ওপর ওই ভ্যাট মওকুফ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) ও বাংলাদেশ সরকারের মধ্যে পারস্পরিক ভাবমূর্তি উজ্জ্বল ও সম্পর্ক সুদৃঢ় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু একেডিএন ও সরকারের মধ্যে সম্পাদিত প্রটোকল অনুযায়ী-একেডিএনের আওতাধীন সংশ্লিষ্ট অফিস ও অলাভজনক এজেন্সিগুলো স্থানীয়-আন্তর্জাতিক পণ্য ও সেবা ক্রয়ের বিপরীতে আরোপিত কর মওকুফ করবে বলে অঙ্গীকার করেছে। তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ১২৬ ধারার উপধারা (২) প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত প্রটোকল চুক্তির আওতায় আরোপিত মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) থেকে অব্যাহতি প্রদান করা হলো।