কুষ্টিয়ায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজন নিহত, আহত ৪

Post Image

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের মশাতলায় বজ্রপাতে এক ছাত্রসহ পাঁচ জনের করুন মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক নারীসহ আরো চারজন। আহত নারীর অবস্থা আশংকাজন। তারা সবাই মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানান, রবিবার দুপুর দেড়টার দিকে বৃষ্টি শুরু হলে আটিগ্রামের দুইজন বাজারের দিকে যাচ্ছিলেন ও কয়েকজন কৃষক খেতে কাজ করছিলেন। তারা এবং আরেকজন ছাত্রসহ ৮-১০ জন বৃষ্টি থেকে নিজেদের রক্ষায় ধলশা গ্রামের মশতলায় গাছ সংলগ্ন একটি দোকানের সেডের নিচে আশ্রয় নেয়। এসময় তাদের উপর বজ্রপাত ঘটে।
বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এদের মধ্যে আরো দুই জনের মৃত্যু হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত তিন জনের লাশ পড়ে থাকতে দেখা গেছে। আর দুইজনের লাশ পরিবারের লোকজন আটিগ্রামে তাদের বাড়িতে নিয়ে গেছে।

নিহতরা হলো আটিগ্রামের মৃত রহম বিশ্বাসের ছেলে ঘাস বিক্রেতা আবুল কাশেম (৪৮) ও সমছের আলীর ছেলে ঘাস বিক্রেতা শাহিনুল ইসলাম (৪২), ঢাকায়পুর গ্রামের হাসেন আলীর ছেলে স্কুল ছাত্র আশিক (১৪), কয়ারী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে কৃষক মোশাররফ হোসেন (৬৫) ও আমলার কুশাবাড়ীয়া গ্রামের আক্তার মন্ডলের ছেলে আব্দুস সাত্তার (৫৫)।