বলিউডের অন্যতম তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। এ জুটির মেয়ে নায়সা ও ছেলে যুগ। অন্যান্য তারকা সন্তানদের মতো মিডিয়ার নজরে আসেন তারাও। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নানা বিদ্রূপের মুখোমুখি হতে হয়।
বর্তমানে টোটাল ধামাল সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত অজয়। এরই ধারাবাহিকতায় দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ অভিনেতা। অনুষ্ঠানে সন্তানদের নিয়ে সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
অজয় দেবগন বলেন, ‘আমার সমালোচনা করুন কিন্তু সন্তানদের না। কাজল ও আমি অভিনয়শিল্পী, আমাদের সমালোচনা করুন, আমাদের কারণে বারবার আমাদের সন্তানরা আলোচনায় আসে। কারো বিষয়ে সমালোচনা করা ঠিক নয়। যদি আমি কারো বিষয়ে সমালোচনা করা শুরু করি, ওই ব্যক্তির খারাপ লাগবে। তাহলে কেন আমাদের সন্তানদের সমালোচনা করছেন। সত্যি বলতে ওই সকল ব্যক্তি কী বলছে তা আমার কাছে কোনো বিষয় নয় কিন্তু আমার ছেলে-মেয়ে যখন এ ধরনের বিদ্রূপের মুখোমুখি হন তখন খারাপ লাগে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের শিকার হন নায়সা। এ বিষয়গুলো সে কীভাবে মানিয়ে নেয়? উত্তরে অজয় বলেন, ‘প্রথমদিকে এ ধরনের বিদ্রূপে সে খুব কষ্ট পেত, কিন্তু এখন সে এগুলো কিছু মনে করে না। কীভাবে এগুলো মানিয়ে নিতে হয় সে এটি জানে। সে বুঝতে পেরেছে, যাই হোক না কেন কিছু লোক সমালোচনা করবেই।’
বিদ্রূপ থেকে দূরে থাকার উপায় হিসেবে এ অভিনেতা বলেন, ‘এটিকে এড়িয়ে চলুন। যদি আপনি এর প্রতিক্রিয়া দেখান, তবে তারা এ ধরনের কাজ করতেই থাকবে। সুতরাং বিদ্রূপকারীদের সঙ্গে লড়াই বন্ধ করুন।’
আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে টোটাল ধামাল সিনেমাটি। এতে অভিনয় করছেন-অনিল কাপুর, অজয় দেবগন, মাধুরী দীক্ষিত, জাভেদ জাফেরি, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ, সঞ্জয় মিশ্রা, বোমান ইরানি, জনি লিভার, মহেশ মাঞ্জেকর প্রমুখ। সিনেমাটি পরিচালন করেছেন ইন্দ্র কুমার।