আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। ফাইনাল লড়াই হবে ২৮ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দেখবে বিশ্ব। এ আসরের স্পন্সর ইউনিমানি।
ইতোমধ্যে এশিয়া কাপের ট্রফি উন্মোচন হয়েছে। সেখানে ভিড়তে শুরু করেছে দলগুলো। দেশি চ্যানেলের পাশাপাশি বিদেশি টেলিভিশনেও সরাসরি তাদের ‘যুদ্ধ’ দেখা যাবে। এবারের টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ হবে।
প্রতিযোগিতার সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে যেসব টেলিভিশন চ্যানেল-
বাংলাদেশ- গাজী টিভি, বিটিভি, মাছরাঙ্গা, র্যাবিটহোল (ইউটিউব)
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান- স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস
যুক্তরাজ্য- স্কাই স্পোর্টস ক্রিকেট
অস্ট্রেলিয়া- ফক্স স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা- সুপার স্পোর্টস
মালয়েশিয়া- অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি
মধ্যপ্রাচ্য- ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি
সিঙ্গাপুর- স্টার ক্রিকেট
কানাডা- এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওইয়ার্ক)
যুক্তরাষ্ট্র- উইলো টিভি