রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টু পয়েন্ট জিরো। কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে এটি। এর আগে সিনেমাটির প্রথম ও একমাত্র গান প্রকাশের পরিকল্পনা করছেন নির্মাতারা।
‘এন্ধিরা লোগাতু সুন্দরিয়ে’ গানটিতে দেখা যাবে রজনীকান্ত ও অ্যামি জ্যাকসনকে। আর এটি তৈরি করতে ব্যয় হয়েছে ২০ কোটি রুপি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘বাজেট ও আয়োজনের দিক থেকে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় গান এটি। যেহেতু সিনেমায় এটি একমাত্র গান, শংকর কোনো কমতি রাখতে চাননি। সিনেমাটির শব্দগ্রহণ করছেন এ. আর. রহমান, তিনিই গানটির সুর করেছেন।’
গানটির কোরিওগ্রাফি করেছেন বস্কো মার্টিস। তিনি বলেন, ‘এটি থ্রিডিতে শুটিং করা হয়েছে। শুটিংয়ের পুরো বিষয়টিই খুব মজার ছিল কারণ আমরা অনেক কিছুই পরীক্ষা-নিরীক্ষা করতে পেরেছি। নাচের স্টেপগুলো কিছুটা ড্রামাটিক এবং এতে সায়েন্স ফিকশন সিনেমার পুরো আবহ পাওয়া যাবে। শংকর স্যার ভালো করেই জানতেন তিনি কী চাইছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা ১০ দিন ধরে এর শুটিং করেছি। চারটি বিশাল সেট তৈরি করা হয়েছিল। গানটিতে দুই রোবটের মধ্যে রোমান্স দেখা যাবে।’
গানটিতে রজনীকান্তের পারফরম্যান্স নিয়ে এ কোরিওগ্রাফার বলেন, ‘রজনী স্যার যেভাবে কাজ করেছেন সত্যিই অসাধারণ। তিনি অত্যন্ত মনোযোগী এবং সবসময় নতুন জিনিস শিখতে আগ্রহী থাকেন। যদিও নাচ এখন তার পক্ষে কঠিন কিন্তু তিনি কখনোই এটি নিয়ে অভিযোগ করেননি, এমনকি কোনো স্টেপও পরিবর্তন করতে বলেননি। তার পেশাদারিত্ব সত্যিই প্রশংসার দাবিদার।’
অ্যামি জ্যাকসনকে নিয়ে তিনি বলেন, ‘তিনি খুব পরিশ্রমী এবং সেটে পুরো তৈরি হয়ে আসতেন। যদিও নাচগুলো তার পক্ষে কঠিন ছিল, কিন্তু তিনি এটি খুব ভালোভাবেই সম্পাদন করেছেন।’
আগামী ২৯ নভেম্বর ভারত ও বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পাচ্ছে টু পয়েন্ট জিরো। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন ছাড়াও এতে অভিনয় করেছেন- আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।