সোমবার সন্ধ্যায় ঘোষণা দেয়া হয়েছে অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা। সেরা অভিনেতা, সেরা ছবি, সেরা পরিচালকসহ বিভিন্ন বিভাগে মোট ১১টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘জোকার।’
‘দ্য আইরিশম্যান, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ এবং ‘১৯১৭’ ছবি তিনটি দশটি করে মনোনয়ন পেয়েছে।
একনজরে দেখে নিন অস্কারের মনোনয়নের তালিকা।
সেরা ছবি: ফর্ড ভি ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো র্যাবিট, জোকার, লিটিল ওমেন, ম্যারেজ স্টোরি, ১৯১৭, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড, প্যারাসাইট
সেরা পরিচালক: মার্টিন স্করসিস (দ্য আইরিশম্যান), টোড ফিলিপস (জোকার), স্যাম মেন্ডিস (১৯১৭), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), বং জুন হো (প্যারাসাইট)
সেরা অভিনেত্রী: সিন্থিয়া এরিভো(হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সিয়োর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার (জুডি)
সেরা অভিনেতা: অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকুইন ফোনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)
সেরা সহ-অভিনেতা: টম হ্যাঙ্কস (আ বিউটিফুল ডে ইন নেইবরহুড), অ্যান্থোনি হপকিংস (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেসি (দ্য আইরিশম্যান) ও ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)
সেরা সহ-অভিনেত্রী: ক্যাথি বেইটস (রিচার্ড জুয়েল), লরা ডার্ন (ম্যারিজ স্টোরি), স্কারলেট জোহানসন (জো জো র্যাবিট), ফ্লোরেন্স পিউ (লিটল ওমেন) ও মার্গট রবি (বম্বশেল)।
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: করপাস ক্রিস্টি, হানিল্যান্ড, পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট, লা মিজারেবলস
সেরা অ্যানিমেশন ছবি: হাউ টু ট্রেন ইওর ড্রাগন- দ্য হিডেন ওয়ার্ল্ড, আই লস্ট মাই বডি, কালাস, মিসিং লিঙ্ক, টয় স্টোরি ৪৷
অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে: দ্য আইরিশম্যান, জোজো র্যাবিট, জোকার, লিটল ওমেন ও দ্য টু পোপস।
অরিজিনাল স্ক্রিন প্লে: নাইভস আউট, ম্যারেজ স্টোরি, নাইনটিন সেভেনটিন, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড ও প্যারাসাইট।
সিনেমাটোগ্রাফি: দ্য আইরিসম্যান, জোকার, দ্য লাইটহাউজ, নাইনটিন সেভেনটিন ও ওয়ানস আপন আ টাইম ইন হলিউড।
৩০ জানুয়ারি শুরু হবে অস্কারের ভোট। ভোট গ্রহণ পর্ব শেষ হবে আগামী ৪ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি রাতে বসবে অস্কারের আসর।
অস্কারজোকারজোয়াকুইন ফোনিক্সলিড বিনোদ