নদীর নিচে গ্যাস, আগুন জ্বলছে এখনও

Post Image

ময়মনসিংহের ফুলপুরে ইছামতী নদীর পানির নিচ থেকে গ্যাস বেরোচ্ছে। কৌতূহলী হয়ে রোববার রাতে স্থানীয়রা এতে আগুন ধরিয়ে দিলে সোমবার বিকেল পর্যন্ত তা জ্বলতে থাকে।

জানা গেছে, ফুলপুরের তালুকদানা গ্রামের ইয়াছিন আলী রোববার বিকালে বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরতে গিয়ে পানির নিচ থেকে বুদবুদ করে গ্যাস বেরোতে দেখেন। পরে স্থানটির চারদিকে বালু দিয়ে ভরাট করে ম্যাচ দিয়ে আগুন দিলে তা জ্বলতে দেখেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন দেখার জন্য ভিড় জমান।

সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডা. আবদুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইছামতী নদীর ওই স্থান ছাড়াও পাশের কয়েকটি স্থানে পানির নিচ থেকে বুদবুদ উঠছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি তিতাস গ্যাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।