জাতীয় শিক্ষা দিবসে শিক্ষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।

Post Image

আজ ১৭ই সেপ্টেম্বর, ঐতিহাসিক জাতীয় শিক্ষা দিবস। ১৯৬২ সালে আজকের এই দিনে স্বৈরাচার আইয়ুব খান সরকারের শিক্ষা সংকোচন নীতি বাস্তবায়নের বিরুদ্ধে ছাত্র জনতার যৌক্তিক দাবী আদায়ের আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিতে নিহত শিক্ষা শহীদদের স্মরণে জাতীয় শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর দিক নির্দেশনায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ  জিয়াউল হক চৌধুরী বাবু'র নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শরীফ আজাদ আকবর লিমন, আইন বিষয়ক সম্পাদক রাকিবুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান,  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, মুক্তিযোদ্বা বিষয়ক উপসম্পাদক শহীদুল ইসলাম,  গণযোগাযোগ বিষয়ক উপসম্পাদক হাসান ইমাম মাসুম,  সহ সম্পাদক ইমন শিকদার, বাবলু মোল্লা, নাজিয়া আফরিন, সিটি ল' কলেজের সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শামসুল ইসলাম, জাতীয় আইন কলেজের রোকেয়া সুলতানা, রুমানা চৌধুরী প্রমূখ।