করোনায় আক্রান্ত বিএনপির এমপি রুমিন

Post Image

 

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

আজ বুধবার দুপুরে রুমিন ফারহানা নিজেই দৈনিক আমাদের সময়কে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনি ফেসবুকে করোনা আক্রান্তের বিষয়টি জানিয়ে দোয়া চেয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন (৫০ নং আসন) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।