ধর্ষণচেষ্টা মামলায় বরখাস্ত উপসচিব গ্রেপ্তার

Post Image

এক নারীকে ধর্ষণচেষ্টা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া উপসচিব রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকা থেকে আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে হাজারীবাগ থানায় আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাজীব হাসান রাত পৌনে ১০টার দিকে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজারীবাগ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ বছর বয়সী সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিল রেজাউলের। নিজ বাসাতেই ধর্ষণচেষ্টার শিকার হওয়ার অভিযোগ এনে গত বছরের ৭ অক্টোবর হাজারীবাগ থানায় রেজাউলের বিরুদ্ধে মামলা করেন সেই নারী। কাল রোববার তাঁকে আদালতে পাঠানো হবে। তবে তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি এসআই রাজীব হাসান।

এসআই রাজীব আরও বলেন, মামলার এজাহারে রেজাউলের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ আছে। সেই অভিযোগগুলোর বিষয়েও তদন্ত করা হবে। তবে রেজাউল বরখাস্ত হওয়ার আগে কোন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন কিংবা কেন তাঁকে বরখাস্ত করা হয়েছিল, সেসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।