শেরপুরে শারদীয় দুর্গোৎসবে অসহায় গরীব হিন্দু সম্প্রদায়ের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ।

Post Image

পৌর শহরের নয়আনী বাজার গোয়ালপট্রী মোড়ে ৫ অক্টোবর শনিবার দুপুরে ঔমকার ক্লাবের আয়োজনে শারদীয় দুর্গোৎসব-২০১৯ উপলক্ষে অসহায় গরীব হিন্দু সম্প্রদায়ের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে চাল, ডাল, তেল, শাড়ী ও লুঙ্গি সহ অন্যান্য তৈজসপত্র বিতরণ করা হয়।

খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি জনাব যাদব ঘোষ।

প্রধান অতিথি হিসেবে সাবেক শেরপুর পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির রুমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু খ্রিস্টান যুব ঔক্য পরিষদের সাধারণ সম্পাদক জনাব কৃষ্ণ ঘোষ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব নন্দ সাহা, ঔমকার ক্লাবের সভাপতি জয়ন্ত ঘোষ জনি, জননী বস্ত্রালয়ের সত্বাধীকারি শ্রী দুলাল সাহা, মানবাধিকার সংস্থা আমাদের আইন এর জেলা শাখার চেয়ারম্যান মোঃ নূর-ই-আলম চঞ্চল, সেক্রেটারি মোঃ নাজমুল আলম, জয়েন্ট সেক্রেটারি এইচ এ ইতি, ইন্জিনিয়ার শান্ত রায়, বিশিষ্ট ব্যাবসায়ী উদ্যেপ ঘোষ, সুদেপ ঘোষ, যুব নেতা সন্জু, রোটারেক্ট সেক্রেটারি মাসুদ রানা, জেলা পরিষদের চেয়ারম্যানের সন্তান মোঃ রেদুয়ানুল কবির সহ হিন্দু সম্প্রদায়ের স্থানীয় অনেক লোকজন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি/চঞ্চল