শেরপুর জেলাকে পলিথিনমুক্ত করতে জনসচেতনতায় ‘আমাদের আইন’

Post Image

শেরপুর জেলাকে পলিথিনমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর উদ্যোগে আজ ১৫ সেপ্টেম্বর ১৯ দুপুরে শেরপুরের নিউ মার্কেট পায়রা চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং পেশাজীবি সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন একাত্বতা পোষণ করে অংশ গ্রহণ করে।

সম্প্রতি ময়মনসিংহ বিভাগকে পলিথিন মুক্ত করার উদ্যোগ গ্রহণ করে বিভাগীয় কমিশনার, সেই কর্মসূচীর আওতায় শেরপুর জেলার সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে শেরপুর জেলা শহরের নিউ মার্কেট পায়রা চত্বরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পলিথিনের খারাপ দিকগুলো তুলে ধরে বক্তারা ভবিষ্যত শেরপুরকে সুন্দর ও বাসযোগ্য রাখার লক্ষ্যে পলিথিন বর্জনের আহবান জানান এবং শেরপুর জেলাকে পলিথিন মুক্ত করতে সবার সহযোগীতা কামনা করেন।