ডেঙ্গু কেড়ে নিল ঢাবি শিক্ষার্থীর প্রাণ

Post Image

ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। শিক্ষার্থীর নাম ফিরোজ কবির স্বাধীন। তিন ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বঙ্গবন্ধু হলের ৪১৪ নম্বর রুমে থাকতেন।

ফিরোজের পাশের রুমের সদস্য নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।  জানা যায়, গত ১৮ জুলাই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানোর পর তার শরীরের অবস্থা আরো ভাল করানোর জন্যে তাকে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও নিয়ে যায় পরিবার।

গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আরো খারাপ হয়। তাই পুনরায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থা আরো খারাপ হলে বৃহস্পতিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তার অবস্থার উন্নতি ঘটেনি। আজ রাত ১০টার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জরে তিনি মারা যান।

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক মফিজুর রহমান বলেন, ফিরোজ কবির স্বাধীন মৃত্যু বরণ করেছেন। আজ রাতে স্কয়ার হাসপাতালে সে মৃত্যু বরণ করেন।