বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

Post Image

বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু, সংগঠনকে আরো সু-সংগঠিত ও বেগবান করতে সকলের সম্মতিতে গত ১১ মে ২০১৯ পূর্নাঙ্গ সাধারন সম্পাদক পদে নির্বাচিত সহ-সিনিয়র সদস্যদের পদায়ন ও শুন্যপদ পুরন করে নতুন কিছু সদস্যকে কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয় এবং ঢাকা মহানগর দক্ষিনের পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। সেই সুবাদে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে ও ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত নেতৃবৃন্দদের নিয়ে, 

আজ ২৮ জুন/১৯ শুক্রবার বিকেলে ধানমন্ডি-৩২ এ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা, শান্তি, শৃংখলা ও ন্যায়নীতি পতাকাবাহি সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর দিক নির্দেশনায় সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন সহ বিভিন্ন ইউনিটের প্রায় কয়েক শতাধিক নেতৃবৃন্দ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বাঞ্জলি অর্পন করেন। 
শ্রদ্ধা নিবেদন শেযে এক সংক্ষিপ্ত পথ সভায় সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু বলেন, ‘‘একটি কুচক্রী মহল সু-সংগঠিত এই সংগঠনটিকে ভাঙ্গানোর অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’ তবে শিক্ষা, শান্তি, শৃংখলা ও ন্যায়নীতি শ্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এবং সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সক্রিয় নেতা-কর্মীরা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করে যাচ্ছে। আজকের কর্মসূচি সফল করায় সংগঠনের উপস্থিত সকল নেতা কর্মীদের সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটু ও ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবুল কালামের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সভাপতি আবু হানিফ সরকার, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী রিপন, অ্যাডভোকেট এ.জেড.এম. আব্দুস সবুর, অ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান খান, অ্যাডভোকেট যুগ্ম-সাধারন সম্পাদক, এরশাদুল কাউছার, রনজিত সাহা রনি, কাজি মোস্তাফিজুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক  শরিফ আজাদ আকবর লিমন, অ্যাডভোকেট আজম আলি, সোহাকুল ইসলাম রনি, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মেফতাহুর রহমান তায়েফ, সাধারণ সম্পাদক এস, এম আলমগীর হোসেন, কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট গাজী রাকিবুর রহমান, উপ আইন সম্পাদক অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট মনিরুজ্জামান শ্রাবণ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন তালুকদার, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সরকার, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, উপ সম্পাদক রিদয়, ক্রিড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া,  সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, ছাত্রী বিষয়ক সম্পাদক মল্লিকা পপি, ঢাকা মহানগর দক্ষিনের জৈষ্ঠ্য সহ সভাপতি চেঙ্গিস খান রাজু, জৈষ্ঠ্য যুগ্ম  সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম সহ কেন্দ্রীয় ও দক্ষিনের হেলাল, বাবলু মোল্লা, ইমন শিকদার, হাসান মাসুম, বিভিন্ন নেতৃবৃন্দ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মেট্রপলিস আইডিয়াল ল কলেজ, ডেফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইবাইস বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটি, গাজিপুর জেলা, গাজিপুর মহানগর, গাজিপুর ল কলেজ, শরিয়তপুর জেলা, গাইবান্দা জেলা, ন্যাশনাল ল কলেজ, উত্তরা আধুনিক ল কলেজ, জামালপুর জেলা শাখা, সেন্ট্রাল ল কলেজ, নিউ এরা ল কলেজ, আইডিয়েল ল কলেজ, মিরপুর ল কলেজ, উত্তরা ল কলেজ, ডেমরা ল কলেজ, ধনিয়া ল কলেজ, মেট্রপলিস আইডিয়াল ল কলেজ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি জেলা সহ বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মীবৃন্দ।