কোটা: সড়কের অবরোধ তুলে বাড়ি ফিরল শিক্ষার্থীরা

Post Image

ছয় দফা দাবি নিয়ে রাজপথে নামলেও পুলিশের আশ্বাসে বাড়ি ফিরেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনের নেতাকর্মীরা। এর আগে শুক্রবার রাত সাড়ে দশটা থেকে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত গণভবনের সামনে অবস্থান নেয় তারা।

চাকরী প্রত্যাশী এবং বর্তমান শিক্ষার্থীরা জানায়, তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গণভবনের রাস্তা অবরোধ করেছে।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের বুঝিয়ে ঘরে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে শাহবাগে ও বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনের নেতাকর্মীরা।

আন্দোলনকারীদের ছয় দফা দাবি হচ্ছে–

১. জাতির পিতা ও তার পরিবারসহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের অবমানকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

২. সরকারী সকল চাকুরীতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ, বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারি থেকে শতভাগ বাস্তবায়ন এবং স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে।

৩. রাজাকারসহ স্বাধীনতা বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত ও তাদের বংশধরদের সরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও নিয়োগে অযোগ্য ঘোষণা এবং চাকুরীজীবীদের ক্ষেত্রে চাকরীচ্যূত করতে হবে।

৪. বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন এবং প্রয়োগ নিশ্চিত করতে হবে।

৫. সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী সকল প্রকার অপপ্রচার বন্ধ,কোটা সংস্কার আন্দোলনের নামে স্ব-ঘোষিত রাজাকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবনে হামলাসহ সকল প্রকার অরাজকতা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে দ্রুত আইনুনাগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. সরকারী চাকরীতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের বয়স সীমা প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে বৃদ্ধি করতে হবে।