দেশের ফোক গানের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি গুরুতর অসুস্থ হয়ে ১৮ ফেব্রুয়ারি ভর্তি হয়েছেন রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে। বর্তমানে তিনি ডা. মান্না দেবের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ফুসফুসের সমস্যায় ভুগছেন, সঙ্গে খাদ্যনালী বন্ধ হয়ে গেছে। গত সাত-আট দিন ধরেই তিনি খাবার খেতে পারছেন না।
আজ ২০ ফেব্রুয়ারি, বুধবার জনপ্রিয় এই গায়ক বর্তমানে কী অবস্থায় আছেন তা জানার জন্য যোগাযোগ করা হয় তার ছেলে আলমগীর কুদ্দুসের সাথে। তিনি বাংলা'কে বলেন, ‘বাবার অবস্থা খুব খারাপ। আজ দুপুর ২ টার সময় মেডিকেল বোর্ড বসেছিলো বাবার জন্য। এই সময় ডাক্তাররা বলেছেন দ্রুত দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে। তারা সিঙ্গাপুর নিয়ে যেতে বলেছেন। এ ক্ষেত্রে প্রায় ৬০-৭০ লাখ টাকার মতো খরচ হবে। এত টাকাতো আমাদের কাছে নেই। আমরা খুব বিপদে আছি।’
আলমগীর আরো বলেন, ‘কিছুদিন আগে আমাদের গ্রামের জমি বিক্রি করে বাবা ভারতে গিয়েছিলো চিকিৎসা করাতে। সেখানে অনেক টাকা খরচ হয়েছে। বর্তমানে আমরা আর্থিক সংকটে আছি।’
প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা দরকার উল্লেখ করে আলমগীর বলেন, ‘গত নভেম্বরে প্রধানমন্ত্রী আমার বাবাকে ২০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র দিয়েছিলেন। যেটা দিয়ে নির্দিষ্ট সময় পরপর ৫০ হাজার টাকা করে তোলা যায়। কিন্তু এখন তো আমাদের প্রচুর নগদ টাকার প্রয়োজন হচ্ছে। সেই সঞ্চয়পত্র আর কাজে লাগছে না। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাই, তিনি যেন আমার বাবার চিকিৎসায় সরাসরি সাহায্য করেন। আমরা তার সাহায্য চাই। না হলে আমার বাবাকে বাঁচানো সম্ভব হবে না।’
প্রসঙ্গত, ১৯৫৯ সালে সালের ১ জানুয়ারি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গ্রামে জন্মগ্রহণ করেন কুদ্দুস বয়াতি। নব্বইয়ের দশকের শুরুর দিকে জনসচেতনতামূলক ‘এই দিন দিন নয়, আরও দিন আছে’ এমন কথার একটি গান নিয়ে হাজির হন কুদ্দুস বয়াতি। হুমায়ূন আহমেদের লেখা ও কুদ্দুস বয়াতির সুর করা এই গানটি রাতারাতি পরিচিতি এনে দেয় বয়াতিকে। এরপর হুমায়ূন আহমেদের বিভিন্ন নাটকের মধ্য দিয়েও বয়াতি ব্যাপক পরিচিত পান।