আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে‘আমাদের আইন’শেরপুর জেলা শাখার বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন

Post Image

‘আন্তরিকতায় পাশে থাকুন, দুর্নীতিমুক্ত দেশ গড়ুন’এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে কলেজ পর্যায়ে একক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শনিবার বিকেলে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত ওই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ছারওয়ার জাহান। 
সংস্থার শেরপুর জেলা শাখার চেয়ারম্যান মোঃ নূর-ই-আলম চঞ্চলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, সদর থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন শাহ, প্রভাষক নাহিদ পারভেজ, আরটিভির স্টাফ রিপোর্টার মোঃ মুগনিউর রহমান মনি, সংস্থার কো- চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম, ছাত্রলীগ নেতা মো. শাহিদুর রহমান শাহীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসুফ আলী রবিন।
প্রতিযোগিতায় একাদশ ও স্নাতক পর্যায়ে দুটি বিভাগে ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে একাদশ গ্রুপে নূর-ই-ইসরাত প্রতিভা প্রথম, রহুল মোয়াজ্জেম রাফাত দ্বিতীয় ও নাফিছা খাতুন তৃতীয় এবং স্নাতক পর্যায়ে এমদাদুল হক রিপন প্রথম, মো. বুলবুল হাসান দ্বিতীয় ও মুনতাসীন মৃত্তিকা তৃতীয় স্থান অর্জন করেন। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।