সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি বাংলাদেশের

Post Image

জম্বু ও কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলার ঘটনায় ৪০ জন ভারতীয় সিআরপিএফ সেনার মৃত্যুর ঘটনায় ভারতকে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। ঘটনার পর সন্ধ্যায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সহমর্মিতার বার্তা পাঠিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

জানা গিয়েছে, এই মুহূর্তে জার্মানি সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে এই বার্তা পাঠিয়েছেন হাই কমিশনার।

বার্তায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি এবং সন্ত্রাসবাদ নিরসনে ভারতসহ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে কাজ করার কথাও জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে জম্বু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় ৪০ জন সিআরপিএফ জাওয়ানসহ তাদের বহনকারী বাসটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে জঙ্গি হামলা বলে অভিহিত করে নিন্দা জানিয়েছে ভারত সরকার।

Collect from:kolkata24x7.com