পুলওয়ামা জঙ্গি হামলার পর সেনাকে পুর্ণ স্বাধীনতার ঘোষণা মোদীর

Post Image

নয়াদিল্লি: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর বিষন্নতা কাটিয়ে শ্ত্রুকে জবাব দিতে প্রস্তুত সেনা৷ জঙ্গিদের বিরুদ্ধে পুরোদমে ‘অপারেশন অল আউট’এ নামার আগে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হল৷ জঙ্গিদের বিরুদ্ধে কবে, কখন ও কীরকম অভিযান চালানো হবে তা ঠিক করবে সেনা৷ একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বলেন, ‘‘সন্ত্রাসবাদ দমনে জঙ্গিদের পুরো স্বাধীনতা দেওয়া হল৷ কী কায়দায় জবাব দেওয়া হবে তা ঠিক করবে নিরাপত্তা বাহিনী৷’’

পাশাপাশি মোদী এদিন পুলওয়ামার হামলাকারীদের সতর্ক করে দেন৷ বদলার সুরে জানান, হামলাকারীরা বড় ভুল করেছে৷ এর চরম মূল্য তাদের চোকাতে হবে৷ মোদী বলেন, ‘‘জঙ্গি ও তাদের মদতদাতাদের বলতে চাই তারা বড় ভুল করেছে৷ এর চরম মূল্য চোকাতে হবে৷ এই হামলার জন্য যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে আছে সরকার৷ তারা বিচার পাবে৷’’

এদিনই কাশ্মীর ছুটে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ জওয়ানদের কফিন বহন করেন তিনি৷ এরপর প্রশাসনের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেন৷ বৈঠক শেষে নাম না করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সের নেতাদের একহাত নেন রাজনাথ সিং৷ জানান, পাকিস্তান ও আইএসআইয়ের কাছ থেকে টাকা পাচ্ছে কিছু সংগঠন৷ এদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হবে৷
 
পাশাপাশি এদিন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেনার কনভয় যাওয়ার সময় সাধারণ মানুষের যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে৷ পুলওয়ামা জঙ্গি হামলার পরই এই সিদ্ধান্ত৷ এতে সাধারণ মানুষের অসুবিধা হবে৷ তার জন্য ক্ষমা চেয়ে নেন রাজনাথ সিং৷ বলেন, ‘‘জওয়ানদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হল৷’’