প্যাপিরাসে লেখা হাজার বছর পুরোনো কোরআনের সন্ধান

Post Image

প্রায় এক হাজার বছর আগের লিখিত পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের সন্ধান পাওয়া গেছে, যা এখনো অক্ষত অবস্থায় ‍রয়েছে। প্যাপিরাস নামক এক ধরনের কাগজে লেখা হয় কোরআনের আয়াতগুলো।

সম্প্রতি আলজেরিয়ার খেনচেলাহ শহরের নিকটবর্তী আলজাভিয়া অঞ্চলে ‘নূর’ নামক এক অনুষ্ঠানে কুরআনের ওই পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

কোরআন শরিফটি দেখতে ভিড় জমান হাজার হাজার দর্শনার্থী। অনুষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে, কোরআনের এই পাণ্ডুলিপি খেনচেলাহ শহরের এক বাসিন্দার কাছে ছিল। তিনি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে এই ঐশি গ্রন্থ পেয়েছেন বলে জানা গেছে।

প্রদর্শনী শেষে প্যাপিরাস কাগজে লিখিত হাজার বছরের পুরনো এই কোরআন ওই ব্যক্তির তত্ত্বাবধানেই থাকবে।