মুঠোফোনে বিয়ে বিচ্ছেদের খবর পাবেন সৌদি নারীরা

Post Image

সৌদি নারীরা পাস হওয়া নতুন আইন অনুসারে মুঠোফোনের খুদে বার্তায় বিয়ে বিচ্ছেদের খবর জানতে পারবেন। স্থানীয় সময় আজ রোববার থেকে আদালতের নির্দেশে নতুন এই আইন কার্যকর হয়েছে।

বিবিসির খবরে জানা যায়, স্থানীয় নারী আইনজীবীরা বলছেন, পুরুষদের গোপনে বিচ্ছেদ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তা না হলে সৌদি পুরুষেরা স্ত্রীদের না জানিয়ে বিচ্ছেদ ঘটাতেন।

এই পদক্ষেপের ফলে সৌদি নারীরা তাঁদের বৈবাহিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন। তাঁরা খোরপোশসহ নিজেদের অধিকার রক্ষা করতে পারবেন।

গত বছর নারীদের গাড়ি চালানোর ওপর এক দশক ধরে চলা নিষেধাজ্ঞা দেশটিতে গত বছর প্রত্যাহার করা হয়। তবে এখনও সৌদি নারীদের পুরুষ অভিভাবকত্বের আইন অনুযায়ী চলতে হয়।

সৌদি আইনজীবী নিসরিন আল ঘামদি ব্লুমবার্গকে বলেন, সৌদি নারীরা বিচ্ছেদের বিষয়ে জানতে অনেকদিন ধরে আদালতে আবেদন করে আসছিলেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামে ফুটবল খেলা দেখা, পুরুষদের জন্য সংরক্ষিত চাকরিগুলোতে নারীদের সুযোগ করে দেওয়াসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পদক্ষেপ নিয়েছেন। স্বামী, বাবা, ছেলেছাড়া অনেক কিছুই করার অনুমতি পান না সৌদি নারীরা।

পুরুষ অভিভাবক ছাড়া সৌদি নারীরা যা করতে পারেন না তা হলো: 
পাসপোর্টের জন্য আবেদন
বিদেশে ভ্রমণ
বিয়ে করা 
ব্যাংক অ্যাকাউন্ট খোলা 
ব্যবসা শুরু করা 
অস্ত্রোপচার করা 
কারাগারে থাকা