পাকিস্তানকে ১৭গোল দিল বাংলাদেশ!

Post Image

অনূর্ধ্ব ১৮ সাফ ফুটবলে পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আর এক জয় নিয়েই এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

২৮ সেপ্টেম্বর থেকে ভুটানের থিম্পুতে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ। সাফ অঞ্চলে অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো। অংশ নিচ্ছে মোট ৬টি দল। বাংলাদেশের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে নেপাল। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা।
পাকিস্তানকে যে এবারও বাংলাদেশের মেয়েরা উড়িয়ে দেবে, সেটা ছিল অনুমিত। সেই অনুমিত কাজটা যে এত বেশি গোলের ব্যবধানে করবে, সেটাই ভাবতে পারেনি কেউ। বোঝাই যাচ্ছে, গোলের পর গোল দিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। খেলার প্রথমার্ধেই ৮-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হওয়ার পর করে আরও ৯ গোল।
বাংলাদেশের হয়ে সিরাত জাহান স্বপ্না একাই করেন ডাবল হ্যাটট্রিকসহ ৭ গোল। হ্যাটট্রিক করেছে মারজিয়াও। তিনি করেন ৪ গোল। ২ গোল করেছেন শিউলি আজিম। এছাড়া ১টি করে গোল করেন তহুরা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি এবং আখি খাতুন।
বাংলাদেশের গোলদাতা ও সময়: ইসরাত জাহান স্বপ্না (১০,৩০, ৪৪,৬২, ৭৩,৭৬ ও ৯০ মিনিট) ; মার্জিয়া (৭,১৩, ২২ ও ৭১ মিনিট) ; শিউলি আজিম (৩২ ও ৬৯ মিনিট) ; মিসরাত জাহান মৌসুমি (৩৬ মিনিট) ; আঁখি খাতুন (৫৮ মিনিট) ; কৃষ্ণা রানী (৭৪ মিনিট) ; তহুরা খাতুন ৮৭ মিনিট।