ইউএস-বাংলা বিমানের জরুরি অবতরণ, নিরাপদে যাত্রীরা (ভিডিও)

Post Image

শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালও তারা শেষ পর্যন্ত বিমানটি থেকে নিরাপদে বের হয়ে আসেন, জানায় 

ইউএস-বাংলার বিমানটি সামনের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেটি দ্রুত সেখানে অবতরণ করা হয়।

(ইউএনবি) যান্ত্রিক ত্রুটির কারণে  ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে বিমানটির যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

২৬ সেপ্টেম্বর, বুধবার ইউএস-বাংলার বিএস-১৪১ বিমানটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। কিন্তু কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সময় বিমানের নোজ গিয়ার (সামনের চাকা) কাজ না করায় দুপুর ১টা ৩০ মিনিটে নোজ গিয়ার না নামিয়েই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানটি অবতরণ করান পাইলট।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম জানান, বিমানটিতে ১১ শিশুসহ ১৬৪ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল। বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১১টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে বিমানটি। পরে কারিগরি ত্রুটির কারণে শাহ আমানত বিমানবন্দরে সেটি অবতরণ করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


এদিকে শাহ আমানত বিমানবন্দরের উইং কমান্ডার সারোয়ার ই জাহান বলেন, ‘বিমানটির সামনের অংশ রানওয়ে ঘেঁষে ল্যান্ডিং করায় আপাতত রানওয়ে বন্ধ আছে। এ কারণে ( ১টা ৫০ মিনিট থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত) বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। বিমানটি রানওয়ে থেকে দ্রুত সরানোর কাজ চলছে।’

সূত্র জানায়, ইউএস-বাংলার বিমানটি সামনের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেটি দ্রুত সেখানে অবতরণ করা হয়। তবে বিমানটি অবতরণের আগেই বিমান কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রাখে।

শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালও তারা শেষ পর্যন্ত বিমানটি থেকে নিরাপদে বের হয়ে আসেন, জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, নোজ গিয়ার কাজ না করায় বিমানটির একেবারে সামনের অংশ প্রথমে ল্যান্ডিং করে। এতে কিছুটা ধোঁয়ার সৃষ্টি হয়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমান ও এর যাত্রীরা।

প্রসঙ্গত, চলতি বছরের ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৫১ জনের মৃত্যু হয়।

https://youtu.be/JcTppAgl8Kg