দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

Post Image

সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশে ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন। এর আগে ১৮ জুলাই সর্বোচ্চ ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।

সাইফুল হাসান চৌধুরী আরো বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন দিন দিন বাড়ছে। ২০২১ সালের মধ্যে সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। আর এ লক্ষ্য পূরণের পথ এগিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছর ৭ জুলাই দেশের বিদ্যুৎ উৎপাদন প্রথমবারের মতো ১১ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১১ হাজার ৫৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল। পরে ১১ জুলাই ১১ হাজার ২১০ মেগাওয়াট ও ১৪ জুলাই ১১ হাজার ৩০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।