জাতীয় শিক্ষা দিবসে শ্রদ্বাঞ্জলি; বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।

Post Image

১৯৬২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও বলিষ্ঠ ভূমিকায় পাকিস্তানি শাসন, শোষণ ও কুখ্যাত 'শরীফ কমিশন' প্রস্তাবিত শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেন বীর ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল, কাঞ্চন প্রমুখ। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১৭ সেপ্টেম্বরকে 'শিক্ষা দিবস' হিসেবে পালিত হয়।

আজ হাইকোর্টের মূল ফটকের বাইরে শিক্ষা অধিকার চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্মার শান্তি কামনা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবুল কালাম ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)  এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু সহ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম জুয়েল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবু হানিফ সরকার, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মেফতাউর রহমান তায়েফ, সাধারন সম্পাদক এস, এম আলমগির হোসেন, কেন্দ্রীয় সহ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম টিটন, মোঃ রেজাউল করিম, কাজি মুস্তাফিজুর রহমান জুয়েল, মির্জা চয়ন, আকবর লিমন, মহানগর ল কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান শ্রাবন, জাতিয় আইন কলেজ শাখার সাধারন সম্পাদক চেঙ্গিস খান রাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব, সিটি ল কলেজ শাখার সভাপতি  হেলাল উদ্দিন, সহ সভাপতি মোঃ সামসুল ইসলাম, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সভাপতি মিরাজ তালুকদার সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।