‘ভূপেন হাজারিকা’ সম্মাননা পেলেন লিয়াকত আলী

Post Image

বাংলাদেশের মানুষের কাছে ভূপেন হাজারিকার গানকে তুলে ধরায় লিয়াকত আলী লাকীকে সম্মাননা দিয়েছে ‘ব্যতিক্রম সামাজিক সংস্থা’। প্রয়াত ভূপেন হাজারিকার ৯২তম জন্মদিনে গতকাল শনিবার রাতে ভারতের গুয়াহাটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মমনা প্রদান করা হয়।  

এই সম্মাননা পেয়ে আপ্লুত লিয়াকত লাকী বলেন, ‘ভূপেন হাজারিকা অনেক আগে একবার বাংলাদেশে এসেছিলেন, তখন তার সামনে গান গেয়ে শোনানোর সৌভাগ্য হয়েছিল। মহান এই শিল্পীর নামে প্রবর্তিত এই সম্মাননা পেয়ে আমি ভীষণ আপ্লুত।’  

ভূপেন হাজারিকার শহর গুয়াহাটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে লাকীর হাতে সম্মাননা তুলে দেন রবীন্দ্রগবেষক ঊষারঞ্জন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ভূপেন হাজারিকার ভাগনে ঋষিদাস শর্মা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার ম্যাড থেটারের আসাদুল ইসলাম, গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাহ মুহম্মদ তানভির মনসুর প্রমুখ।