বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে উৎপাদন শুরু

Post Image

কয়লা সংকটে এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।

তিনটি ইউনিটের মধ্যে সোমবার একটি ইউনিটে বিশেষ ব্যবস্থায় উৎপাদন শুরু করা হয় বলে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বড়পুকুরিয়া খনির কয়লা কেলেঙ্কারির কারণে কয়লা সংকটে গত ২২ জুলাই রাত থেকে সাড়ে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির উন্নয়ন কাজের সময় উত্তোলিত কয়লা দিয়ে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটি চালু করা হয়েছে।

“বিশেষ ব্যবস্থায় ইউনিটটি এক সপ্তাহ চালু রাখার প্রস্তুতি নিয়ে উৎপাদন শুরু করা হয়েছে। বেলা আড়াইটায় থেকে এই ইউনিটে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।”

বিদ্যুৎ কেন্দ্রটিতে ১২৫ মেগাওয়াট ক্ষমতা দুইটি এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিটে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।